Saturday, August 17, 2013

হে মালিকে মুহতারাম আস সালাম

হে মালিকে মুহতারাম আস সালাম


আস ছলাতু আস সালাম
ইয়া খলীফাতুল উমাম
জানাতে আপনায় ত্বলায়াল
হাজীর মোরা সব গোলাম।

বছর ঘুরে মাহে রমাদ্বান
আসেন নিয়ে খুশি আলীশান
খুশি জোশে জগতে উত্তাল
তাকবীর দিচ্ছে গোলাম তামাম।

নব হিলাল হলেন উদয়
দীদার পেয়ে দিওয়ানা হৃদয়
তামাম হৃদয় হলো উজালা
পেয়ে খলীফাতুল উমাম।

আয-যাহরায়ী নূরে ভরা
হাবীবী আওলাদে আপনি সেরা
মুজাদ্দিদ গগণের হিলাল
আম্মাজী উনার খোশ কারাম।

ঈদে বিলাদত রহমত বরকত
আক্বা উনার কি কহি হাক্বীক্বত
লা-মাক্বামে জামালে কামাল
হন আপনি ইলাহী আকরাম।

শাহযাদা আসেন হাবীবী নছবে
হাবীবী খুশবু ছড়ান ভবে
উনার ইশকী ফায়েযেই মালামাল
হচ্ছে সব আশিক্বীন আওয়াম

আওয়াল আখির আপনায় ইশকে
রাখুন নূরানী পলকে পলকে
চাহি আপনায় মাদানী হাল
হে মালিকে মুহতারাম।
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

সালিক-সালিকা কহি নির্ভীক

সালিক-সালিকা কহি নির্ভীক

 
বিলাদত শরীফ, জপি কোন সে ছানা-তারিফ
ঈদাইন খুশিতে, মোরা সবে হই শরীক।

আযিমী সাজে এলেন প্রথমা শাহযাদী
যাহরায়ী নাজে ভরপুর মালিকা হাদী
উনারই ছানা ছিফতের সীমানা
জানেন বারী তায়ালা সঠিক।

আযিযী শানে শানদার ঊলা শাহযাদী
হাবীবী গুণে গুণী আরাবী মাহমুদী
উনারাই শুকরানা হাবীবী নজরানা
মিলে বেহতর কহিছি ঠিক।

আহালী কিরণ ছড়ালেন নূরানী শাহযাদী
জান্নাতী সমীরণ বহালেন বিনতে মুর্শিদী
উনাতেই ইলাহী পাওয়ার ঠিকানা
এ আক্বীদায় দিওয়ানা আশিক।

আখিরী যুগে এমন আযিমী শাহযাদী
দোআলম জাগে পেয়ে, হাদিয়া সাইয়্যিদী
উনাতেই ফানা জ্বিন-ইনসানা
সালিক সালিকা কহি নির্ভীক।

আদুরী দুলালী মুর্শিদ উনার শাহযাদী
জান্নাতী গলিপথ দেখান নিখাদী
উনারই ক্বদমে মা’রিফাতের খাজিনা
অধম গোলাম কহি না অলীক।

আদবী কায়ায় মিশে থাকবো শাহযাদী
আম্মাজী মায়ায় রাখুন অনন্ত অনাদি
আহালী হাছানা চাহি দিওয়ানা
 -মুহম্মদ আসিফুর রহমান।














মজলুমের দরদী শাহযাদী পরম

মজলুমের দরদী শাহযাদী পরম


মুবারক আগমন, জান্নাতী সমীরণ
ছড়ালেন আলো, খুশবু মনোরম।

মুজাদ্দিদ মুর্শিদী সওয়ারে তাশরীফ
আলোয়ান মাগরিব হতে মাশরিক
শাহযাদী ঊলা মুবারক আগমন
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুযিজায়ে রসূল শাহযাদী বতুল
শাফায়াতের মূল দোআলমে অতুল
আহলান সাহলান মালিকা দোজাহান
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুক্তির দিশারী ঊলা শাহযাদী
তামাম মজলুমের তিনি দরদী
আখিরী যামানার সেরা রাহবার
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুশকিল কোশা শাহী সাইয়্যিদা
হক্বের দিশা দেখান সর্বদা
দরদমাখা উনার স্নেহের নজর
তামাম মাখলুকের পাওয়া পরম।

মুহতাজ রইব মুহব্বত গ্রহিবো
মুনাফিকী খাছলত ধ্বংস করবো
আপনারী নূরানী মাদানী ফায়েয
কুল-মাখলুকের পাওয়া পরম।

মুর্শিদী পেয়ারে ঊলা শাহযাদী
দানুন মোরে ফায়েযে ইত্তেহাদী
যদিও গাফিল অধমের দিল
তামাম মাখলুকের পাওয়া পরম।
 
-মুহম্মদ চেরাগ-ই-চিশতী। 

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ

ইশকের বাতি জ্বলুক অনুক্ষণ


আহালী কিরণ, উলা শাহাযাদী পরম ধন
উনার লাগি উজাড় মম দেহ তনুমন।

রহমতের বর্ষায় ভিজি, তাশরীফ আনেন যখন
তামাম সৃষ্টির মিনতি, শুনেন করে যতন।

আজি কিযে ভেজি, হাদিয়া তোহফা এমন
আপনি ইলাহী জ্যোতি, হাবীবী মানিক রতন।

সবে সুন্নাহয় সাজি, মালিকা পেয়ে এমন
আপনার পরম প্রীতি, দানুন আপনি যেমন।

মোরা হয়েছি নাজি, নাজিয়া পেলাম যখন
আপনার ক্বদমে জান্নাতী, মিলছে মহাধন।

গোলাম বানান আজি, যোগ্যতা নাহি তেমন
আপনার ইশকের বাতি, ক্বলবে জ্বালান এমন।

অধমের ফরিয়াদ আরজি, দামানে করুন গ্রহণ
চাহিনা যুদায়ী বিরতি, চাহি ইশকের মরণ।
 
-আহমদ ইবনু আদিল। 

Tuesday, July 30, 2013

ধরা বিজয়ী গালিবা

ধরা বিজয়ী গালিবা

জাহিলিয়াতের আঁধার বানে
জগৎ যখন ডুবা
জিহালতির জিঞ্জির মিটাতে
আসেন ইলাহী হাবীবা।

লাঞ্ছিত বঞ্চিত যখন
খোদার মু’মিন-মু’মিনা
মাতৃ মমতায় রাখিতে
আসেন হাবীবী মাহবুবা।

কদম কমল জোড়া
যমীনে রাখেন মারহাবা
তাশরীফে শাহযাদী ছানীর
যমীনে নববী জযবা।

নববী নিশান উড়াতে
ধরা বিজয়ী গালিবা
তাগুতী তখত ধসাতে
তিনি হায়দারী রুতবা।

শাহযাদী ছানী মহীয়ান
হাবীবজী দিচ্ছেন বাহবা
আসমান যমীনে তামাম
উনার শানে খুতবা।

শরীয়া মারিফায় শাহযাদী
সবচেয়ে উজ্জ্বল তারকা
আশিক-আশিকা মাঝে
আপনি কা’বারও কা’বা।

আম্মাজীর শাহী ক্বায়িম-মক্বাম
মামদূহর নূরী দিলরুবা
ছলাতু-সালাম অনন্ত
ইয়া উম্মাহর শাহী নাক্বীবা।
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন 

মুবারক হো মালিকায়ে ছানী

মুবারক হো মালিকায়ে ছানী


মুবারক হো মালিকায়ে ছানীয়ে কিবলাজান
ছলাতু সালাম জানাই দিল হতে সব আশিকান

গাছ গাছালী ভরে ফুলে
পাখ পাখালী সুর তোলে
মালিকার মীলাদ পড়ে
শোকর করে অফুরান

আশিকান সব মনে মনে
মুরিদান সব জনে জনে
সুলত্বানার মীলাদ পড়ে
গোলামী চায় দায়িমান

চন্দ্র সূর্য নিচ্ছে কিরণ
গ্রহ তারার বসে মিলন
সাইয়্যিদার মীলাদ পড়ে
নব জযবায় আলীশান

সাত আসমানে সাত যমীনে
কাতার বাহার প্রতিক্ষণে
শাহী শানে মীলাদ পড়ে
জানায় আপনার শান

লখতে জিগারে আক্বা উমাম
নয়নের মণি উম্মুল উমাম
শানে সদা মীলাদ পড়ে
খোদার তামাম সৃষ্টি প্রাণ
 
-মুহম্মদ আসিফ মুহিউদ্দীন। 

খোশ আমদেদ ইয়া আম্মাজান

খোশ আমদেদ ইয়া আম্মাজান


ছল্লু আলা শাহে জাহানা
কুল-কায়িনাতের আম্মাজান
আজি আপনার শিহরিত মীলাদ
কাউছার লুফে হাজিরান।

ইয়া সাইয়্যিদাতুন নিসা
দো’জাহানের / অনন্তকালের আম্মাজান
খোশ আমদেদ মুবারকবাদ
জিন্দাবাদ আবাদুল আবাদান।

যাওযাতু মুজাদ্দিদে আ’যম করে
আপনার সৃজন আলিশান
মাহে রবীউল আউওয়াল উনার
৭ই শরীফ তাশরীফ সুমহান।

পেয়েছি খলীফাতুল উমাম
পেয়েছি সাইয়্যিদাতাল উমাম
পেয়েছি নাকীবাতুল উমাম
পেয়েছি নিবরাসাতুল উমাম
তাশরীফে ধরায় আম্মাজান।

আপন মায়ের চেয়ে আপন
উম্মুল উমাম আম্মাজান
জান ও মাল থেকে আপন
আম্মা হুযূর ক্বিবলাজান।

মহীয়ান গরীয়ান আম্মাজান
আমরা যে আপনারই সন্তান
মাতৃ-মায়ায় রেখে বানান মোদের
গোলামে আহলে মামদূহজান।

ইয়া উম্মাল মুরীদিন
মুরিদকুলের আপনি জানের জান
আপনার শানে দিতে লহু
প্রস্তুত তামাম আমীল আনজুমান।
 
-মুহম্মদ চেরাগে চিশতী।